‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাত হয়ে উঠতে কালঘাম ছুটেছিল ডিজাইনারের, মুখ খুললেন স্মৃতি চৌহান।

বলিউড অভিনেতা অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’ ছবিটি বর্তমানে বক্স অফিসে রাজত্ব করছে। বিশেষ করে ‘রহমান ডাকাত’ হিসেবে তার বিধ্বংসী অবতার দর্শকদের মুগ্ধ করেছে। তবে এই বিশেষ লুকটি চূড়ান্ত করা মোটেও সহজ ছিল না। সম্প্রতি ছবির কস্টিউম ডিজাইনার স্মৃতি চৌহান একটি সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, শুরুতে অক্ষয় তার জন্য তৈরি করা লুকটি সরাসরি প্রত্যাখ্যান বা রিজেক্ট করে দিয়েছিলেন।
কেন লুক রিজেক্ট করেছিলেন অক্ষয়? স্মৃতি চৌহান জানান, অক্ষয় চেয়েছিলেন তার চরিত্রটি যেন পর্দার কোনো কৃত্রিম চরিত্র না হয়ে বরং বাস্তবের মাটি কামড়ে থাকা কোনো মানুষের মতো দেখায়। তার মতে, ছবিতে রহমান ডাকাতের যে উত্থান দেখানো হয়েছে—রাস্তা থেকে রাজনীতির ক্ষমতার অলিন্দে পৌঁছানো—তা যেন তার পোশাকের মধ্য দিয়েও ফুটে ওঠে। অভিনেতা সাফ জানিয়েছিলেন, শুধুমাত্র দামি বা ভারী কাজ করা পাঠান স্যুটে তাকে মানাবে না। তার পোশাকের বিবর্তনেই ফুটে ওঠা উচিত তার জীবনের লড়াই।
কস্টিউম ডিজাইনারের বড় চ্যালেঞ্জ: ডিজাইনারের প্রাথমিক পরিকল্পনা ছিল অক্ষয়কে পুরো সিনেমা জুড়ে পাঠান স্যুট পরানো। কিন্তু অক্ষয়ের বুদ্ধিতেই সেখানে বদল আসে। ঠিক হয়, গল্পের শুরুতে যখন তার অবস্থা টালমাটাল, তখন তাকে সাধারণ লিনেন কাপড় এবং ডেনিমে (জিন্স) দেখা যাবে। এরপর যখন সে রাজনৈতিক প্রতিপত্তি পায়, তখন তার অঙ্গে উঠবে সিল্ক-উল মিশ্রিত দামী পাঠান স্যুট। এই বৈচিত্র্যই চরিত্রটিকে এক অন্য মাত্রা দিয়েছে।
ভাইরাল ‘Fa9la’ গানের পেছনের গল্প: ছবির অত্যন্ত জনপ্রিয় গান ‘Fa9la’-তে অক্ষয়ের লুক নিয়ে স্মৃতি বলেন, “শুরুতে পরিকল্পনা ছিল সব ব্যাকগ্রাউন্ড ড্যান্সার কালো পোশাক পরবেন। কিন্তু পরিচালক আদিত্য নিহান পরামর্শ দেন আসল বালুচ সংস্কৃতি ফুটিয়ে তুলতে সাদা পোশাক ব্যবহার করতে। শেষ পর্যন্ত স্থির হয়, সবাই সাদা পরবেন আর প্রধান চরিত্র হিসেবে অক্ষয় খান্না পুরোপুরি কালো পোশাকে থাকবেন, যাতে তাকে সবচেয়ে আলাদা ও রহস্যময় দেখায়।”
অক্ষয় খান্নার এই খুঁতখুঁতে স্বভাব এবং চরিত্রের গভীরে যাওয়ার জেদই আজ ‘ধুরন্ধর’-কে সফল করেছে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা।