স্টেশনে নামিয়ে দেওয়ার কথা ছিল, শেষমেশ ঠাঁই হলো মর্গে! ইউপিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিভে গেল ৫টি প্রাণ।

উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় বুধবার ২৪ ডিসেম্বর এক হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। রোজা থানা এলাকার আটসালিয়া রেলক্রসিংয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার প্রেক্ষাপট: পুলিশ সূত্রে জানা গেছে, হারিওম নামে এক যুবক তাঁর আত্মীয় সেথপাল, সেথপালের স্ত্রী পূজা এবং তাঁদের দুই সন্তানকে নিয়ে বাইকে করে রেলস্টেশনে নামিয়ে দিতে যাচ্ছিলেন। আটসালিয়া ক্রসিং পার হওয়ার সময় লখনউ থেকে আসা ১২২০৪ গরিব রথ এক্সপ্রেস প্রচণ্ড গতিতে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
অরক্ষিত ক্রসিং নিয়ে ক্ষোভ: এটি একটি ‘ম্যানলেস’ বা মানবহীন রেলক্রসিং ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ক্রসিংটিতে কোনো গেট বা রক্ষী না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের উদাসীনতাকেই এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী করছেন তাঁরা।
পুলিশি পদক্ষেপ: জিআরপি (GRP) এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং রেলওয়েকে এই ক্রসিংয়ের নিরাপত্তা নিয়ে রিপোর্ট পাঠানো হবে।