বিশ্বকাপ জয়ের ব্লু-প্রিন্ট তৈরি! টোকিও-প্যারিসের পর এবার নয়া মিশনে নামছে টিম ইন্ডিয়া।

টোকিও এবং প্যারিস অলিম্পিকে টানা দু’বার ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় হকিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন হরমনপ্রীত সিং এবং তাঁর দল। ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে জোড়া পদক জয়ের পর এবার ভারত অধিনায়কের লক্ষ্য আরও বড়—দেশের হয়ে সোনা জয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে হরমনপ্রীত জানিয়েছেন, আসন্ন হকি ইন্ডিয়া লিগ (HIL) বিশ্বকাপের প্রস্তুতির জন্য বড় মঞ্চ হতে চলেছে এবং ভারতের প্রতিটি টুর্নামেন্ট জেতার ক্ষমতা আছে।
হকি ইন্ডিয়া লিগ ২০২৬-এর নির্ঘণ্ট দীর্ঘ প্রতীক্ষার পর ৩ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে চলেছে পুরুষদের হকি ইন্ডিয়া লিগ। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে তামিলনাড়ু ড্রাগনস ও হায়দরাবাদ তুফানস। লিগ চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। চেন্নাই ছাড়াও রাঁচি ও ভুবনেশ্বরে বসবে হকির এই জমজমাট আসর। পুরুষ বিভাগে মোট ৮টি দল লড়বে—তামিলনাড়ু ড্রাগনস, হায়দরাবাদ তুফানস, জেএসডব্লিউ সুরমা হকি ক্লাব, বর্তমান চ্যাম্পিয়ন শ্রচি রাঢ় বেঙ্গল টাইগার্স, বেদান্ত কলিঙ্গ ল্যান্সার্স, রাঁচি রয়্যালস, এসজি পাইপার্স এবং এইচআইএল গভর্নিং কাউন্সিল।
মহিলাদের লিগ ও প্রস্তুতি পুরুষদের আগে ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে রাঁচিতে শুরু হবে মহিলাদের হকি ইন্ডিয়া লিগ। উদ্বোধনী ম্যাচে রাঁচি রয়্যালস লড়বে এসজি পাইপার্সের বিরুদ্ধে। হরমনপ্রীতের মতে, এই ঘরোয়া লিগ ভারতীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দেবে, যা ২০২৬-এর বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়ক হবে। চেন্নাইয়ে প্রথম পর্যায়ের খেলার পর লিগ ক্রমশ রাঁচি ও ভুবনেশ্বরের দিকে এগোবে, যা দেশজুড়ে হকি উন্মাদনা বাড়িয়ে তুলবে।