সবরীমালা মন্দিরে সোনা চুরির ছায়া! সোনিয়া গান্ধীর যোগসূত্র নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী বিজয়ন

কেরালার পবিত্র সবরীমালা মন্দিরের সোনা চুরি কাণ্ডকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের রাজনীতিতে এখন চরম অস্থিরতা। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ লোপাটের এই অভিযোগ এখন পুরোদস্তুর রাজনৈতিক মল্লযুদ্ধে পরিণত হয়েছে। এই বিতর্কে ঘৃতাহুতি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি সরাসরি কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর দিকে অভিযোগের আঙুল তুলে দাবি করেছেন, মূল অভিযুক্তদের সঙ্গে সোনিয়ার যোগসূত্রের ছবি তাঁদের হাতে এসেছে।

তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য: এই মামলার তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) জানিয়েছে, ‘স্মার্ট ক্রিয়েশনস’-এর পঙ্কজ ভাণ্ডারি এবং স্বর্ণ ব্যবসায়ী গোবর্ধন রোদ্দাম এই চুরির মূল ষড়যন্ত্রকারী। মন্দিরের পবিত্র অলঙ্কার ও মূল্যবান ধাতু বেআইনিভাবে সরিয়ে ফেলার পেছনে এঁদের সক্রিয় ভূমিকা ছিল। সবথেকে বড় চমক তৈরি হয়েছে ত্রাবাঙ্কোর দেবস্বম বোর্ডের দুই প্রাক্তন সভাপতিকে গ্রেফতারের পর। মন্দিরের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের এমন গ্রেফতারি এই কেলেঙ্কারির গভীরতা স্পষ্ট করে দিয়েছে।

রাজনৈতিক সংঘাত: বিজেপি এই ঘটনায় রাজ্য পুলিশের ওপর আস্থা হারাচ্ছে। তারা অবিলম্বে সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছে। বিজেপির দাবি, এই চক্রে বামফ্রন্ট (LDF) এবং কংগ্রেস নেতৃত্বাধীন UDF—উভয়েরই প্রভাবশালী নেতারা জড়িত থাকতে পারেন। তাই কেন্দ্রীয় সংস্থার তদন্ত ছাড়া প্রকৃত সত্য আড়াল হওয়ার সম্ভাবনা প্রবল।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী বিজয়ন সমস্ত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, উৎসবের মরসুমে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যেই বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। সব মিলিয়ে সবরীমালার সোনা চুরি কাণ্ড এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে।