বিশেষ: মেরি ছিলেন কুমারী, তাহলে যিশু কীভাবে এলো গর্ভে? জেনেনিন সেই ঘটনা

আজ ২৫ ডিসেম্বর, বড়দিন। সারা বিশ্ব মেতে উঠেছে যিশু খ্রিস্টের জন্মদিন পালনে। খ্রিস্টধর্মের অনুসারীদের কাছে এটি বছরের পবিত্রতম দিন। তবে প্রতি বছর এই দিনটি এলেই একটি প্রশ্ন অনেকের মনেই কৌতূহল জাগিয়ে তোলে—কীভাবে কুমারী বা ভার্জিন মেরির গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন যিশু? বাইবেল কী বলছে এই অলৌকিক রহস্য সম্পর্কে?

সেই অলৌকিক রাত ও দেবদূতের আগমণ: বাইবেল অনুযায়ী, আজ থেকে প্রায় ২ হাজার বছর আগে নাসরত নগরে বাস করতেন মেরি নামে এক পবিত্র যুবতী। তাঁর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল জোসেফ নামের এক ব্যক্তির। একদিন মেরির সামনে আবির্ভূত হন দেবদূত গ্যাব্রিয়েল। তিনি মেরিকে জানান, ‘আপনার গর্ভে এক পুত্রের জন্ম হবে এবং তাঁর নাম রাখতে হবে যিশু।’ মেরি বিস্মত হয়ে প্রশ্ন করেন, তিনি অবিবাহিত ও কুমারী হওয়া সত্ত্বেও কীভাবে এটি সম্ভব? দেবদূত উত্তর দেন, ঈশ্বরের পবিত্র শক্তি তাঁর ওপর বর্ষিত হবে এবং জন্ম নেওয়া সন্তানটি হবে সাক্ষাৎ ঈশ্বরের পুত্র।

জোসেফের দ্বিধা ও দৈববাণী: মেরি এই ঘটনা জোসেফকে জানালে তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি এবং গভীর চিন্তায় পড়েন। কিন্তু জোসেফের স্বপ্নেও আবির্ভূত হন দেবদূত গ্যাব্রিয়েল। তিনি জোসেফকে আশ্বস্ত করে বলেন যে, মেরির গর্ভস্থ সন্তান ঈশ্বরের আশীর্বাদে আসা এক জ্যোতিষ্ক, যিনি বিশ্বকে পাপ থেকে মুক্ত করবেন। এরপরই জোসেফ মেরিকে স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করেন।

খ্রিস্টধর্মের বিশ্বাস অনুযায়ী, যিশু কোনো সাধারণ মানুষ নন, বরং মানবজাতির কল্যাণে ঈশ্বরের এক বিশেষ দূত হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। তাঁর জন্মকাহিনী আজও কোটি কোটি মানুষের কাছে এক গভীর আধ্যাত্মিক বিস্ময় ও বিশ্বাসের প্রতীক। আজ সেই মহামানবের জন্মদিনেই উৎসবের আলোয় সেজে উঠেছে চারপাশ।