মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন প্রাণ! বিরা স্টেশনে যমদূত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন ‘হিরো’ সৌমেন!

যমদূত হয়ে ধেয়ে আসছিল বনগাঁ লোকাল, আর লাইনের ওপর তখন নিশ্চিত মৃত্যুর প্রহর গুনছিলেন এক বৃদ্ধা যাত্রী। ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের তোয়াক্কা না করে লাইনে ঝাঁপিয়ে পড়লেন এক রেলকর্মী। শিয়ালদহ ডিভিশনের বিরা স্টেশনে ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনার ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল। রেলের পয়েন্টম্যান সৌমেন গঙ্গোপাধ্যায়ের এই অসামান্য সাহসিকতায় প্রাণে বাঁচলেন এক বৃদ্ধা।

ঘটনাটি ঘটে বিরা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। বারাসাত-বনগাঁ শাখার একটি আপ ট্রেন যখন স্টেশনে ঢুকছে, তখনই এক বৃদ্ধা অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ট্রেনটিকে ধেয়ে আসতে দেখে আতঙ্কে রেললাইনেই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই বিদ্যুতের গতিতে লাইনে নামেন পয়েন্টম্যান সৌমেন। ট্রেনটি তাঁকে পিষে দেওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে বৃদ্ধাকে টেনে সরিয়ে আনেন তিনি।

এই নিঃস্বার্থ সাহসিকতার জন্য শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা সৌমেন গঙ্গোপাধ্যায়কে বিশেষ সাহসিকতা পুরস্কারে সম্মানিত করেছেন। ডিআরএম বলেন, “সৌমেনের এই ক্ষিপ্রতা ও কর্তব্যবোধ রেলের গর্ব।” উপস্থিত যাত্রীদের মতে, সৌমেন ওই সময় দেবদূতের মতো না এলে আজ বড়সড় বিপর্যয় ঘটে যেত। মানবিকতা ও সাহসের এই অনন্য নজিরকে কুর্নিশ জানাচ্ছে গোটা বাংলা।