বিজেপি নেতা খুনের দেড় মাস পর পর্দাফাঁস! পরকীয়া প্রেমে কাঁটা সরাতেই কি প্রাণ গেল ধরম সিং-এর?

উত্তর প্রদেশের সাহারানপুরে বিজেপি নেতা ধরম সিং কোরি হত্যাকাণ্ডের দেড় মাস পর এক চাঞ্চল্যকর সত্য সামনে আনল পুলিশ। পরকীয়া সম্পর্কের পথে বাধা হওয়ায় পরিকল্পনা করে বিজেপি নেতাকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বন্দনা নামের এক মহিলা ও তার প্রেমিকের বিরুদ্ধে। সাহারানপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং নাকুর থানার পুলিশ যৌথ অভিযানে ওই মহিলা ও তার প্রেমিক সাবিরকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও কার্তুজ।
পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানিয়েছেন, গত ৭ ও ৮ নভেম্বর রাতের অন্ধকারে ধরম সিং কোরিকে গুলি করে হত্যা করা হয়েছিল। দীর্ঘ দেড় মাস পুলিশের কাছে কোনো পোক্ত প্রমাণ ছিল না। তবে ‘ম্যানুয়াল ইন্টেলিজেন্স’ এবং কল ডিটেইলস রেকর্ড (CDR) বিশ্লেষণ করে পুলিশ অবশেষে খুনিদের নাগাল পায়। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত বন্দনার সঙ্গে গ্রামেরই যুবক সাবিরের অবৈধ সম্পর্ক ছিল। এদিকে ধরম সিং গ্রামের এক ব্যক্তির সঙ্গে বন্দনার বিয়ে ঠিক করেছিলেন এবং বন্দনার ‘অশোভন’ আচরণের প্রতিবাদ করতেন। তিনি বন্দনাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দিয়েছিলেন।
এই বিরোধ চরমে পৌঁছলে বন্দনা গাঙ্গোহ এলাকায় চলে যায় এবং তার প্রেমিক সাবিরকে জানায় যে বিজেপি নেতা ধরম সিং তাদের সম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন। এরপরেই বন্দনা ও সাবির মিলে খুনের নীল নকশা তৈরি করে। গত ৮ নভেম্বর রাতে সাবির ও তার এক সহযোগী নওয়াজপুর জঙ্গলের কাছে ধরম সিং কোরিকে একা পেয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে। বর্তমানে ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে এবং পলাতক অপর সহযোগীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।