‘মেক ইন ইন্ডিয়া’র জয়গান রাহুলের মুখে! পাল্টা খোঁচা দিয়ে ধন্যবাদ জানালেন অশ্বিনী বৈষ্ণব

বেঙ্গালুরুতে ৩০০ একর জমিতে ডানা মেলা ফক্সকনের কারখানা এখন খবরের শিরোনামে। গত ৯ মাসে ৩০ হাজারের বেশি কর্মী নিয়োগ করে নজির গড়েছে এই সংস্থা। মজার বিষয় হলো, এই কারখানার ৮০ শতাংশ কর্মীই মহিলা, যাদের গড় বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে।
রাহুলের প্রশংসা ও মন্ত্রীর খোঁচা ফক্সকনের এই সাফল্যে মুগ্ধ হয়ে রাহুল গান্ধী সমাজমাধ্যমে লেখেন, “এই ভারতই আমরা গড়তে চাই, যেখানে সকলের জন্য কাজের সুযোগ থাকবে।” রাহুলের এই পোস্টকে হাতিয়ার করে আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক-ইন-ইন্ডিয়া’ প্রকল্পকে স্বীকৃতি দেওয়ার জন্য রাহুলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার ফলেই ভারত আজ উৎপাদনের শক্তিকেন্দ্র হয়ে উঠছে।”
ফক্সকন সূত্রে খবর, ভারতে তৈরি হওয়া আইফোনের ৮০ শতাংশই এখন বিশ্ববাজারে রপ্তানি করা হচ্ছে, যা ভারতের অর্থনীতিতে বড় অক্সিজেন জোগাচ্ছে।