“হিন্দুদের কেটে গঙ্গায় ফেলার কথা আমি মানি না!” বালিগঞ্জের সেই ‘সেলিব্রিটি’ প্রার্থীর নিশানায় হুমায়ূন

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পর এবার পাল্টা তোপ দাগলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিশা চ্যাটার্জি। জন উন্নয়ন পার্টির প্রধান হুমায়ূন কবিরের বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িক মেরুকরণ এবং হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি। নিশার দাবি, তাঁকে প্রার্থী করা এবং ২৪ ঘণ্টার মধ্যে বাদ দেওয়া—পুরোটাই ছিল একটি পরিকল্পিত নাটক।

বিভাজনের রাজনীতির অভিযোগ নিশা চ্যাটার্জি সংবাদমাধ্যমকে জানান, “আমাকে বলা হয়েছিল এই দল ধর্মনিরপেক্ষ। কিন্তু এখন দেখছি দলের প্রধান নিজেই বলছেন তিনি হিন্দুদের সমর্থন করেন না। এমনকি ‘হিন্দুদের কেটে গঙ্গায় ফেলে দেওয়া হবে’—এমন মন্তব্যও করা হচ্ছে। আমি একজন হিন্দু হয়ে এমন উগ্র সাম্প্রদায়িক বক্তব্যের সঙ্গে থাকতে পারি না।” তাঁর অভিযোগ, হুমায়ূন কবির মুসলিম সমাজের আবেগ নিয়ে খেলছেন।

সোশ্যাল মিডিয়া ইমেজ বনাম ব্যক্তিগত জীবন হুমায়ূন কবির নিশার ‘বারে মদ্যপান’ করার ছবি ভাইরাল হওয়াকে তুরুপের তাস করলেও, নিশা তা উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, তিনি একজন সোশ্যাল মিডিয়া অভিনেত্রী এবং নিজের পরিশ্রমেই পরিচিতি তৈরি করেছেন। নিশা বলেন, “উনি এমনভাবে প্রচার করছেন যেন আমি হিন্দু বলেই আমাকে সরানো হলো। আদতে উনি হিন্দু-মুসলিম বিভাজন করে ভোটব্যাঙ্ক তৈরি করতে চাইছেন।”

আদর্শগত সংঘাত নিশা স্পষ্ট করে দেন যে, তিনি নিজে হিন্দু হলেও সব ধর্মের মানুষের সঙ্গে কাজ করেন। কিন্তু হুমায়ূন কবিরের উসকানিমূলক কথা তাঁর আদর্শের পরিপন্থী। নিশার এই বিস্ফোরক মন্তব্য বালিগঞ্জের নির্বাচনী লড়াইকে এখন ‘ধর্মনিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িকতা’-র এক নতুন দ্বন্দ্বে পরিণত করেছে।