কাল থেকেই টাইগার হিলে উঠবে গাড়ি! ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত আন্দোলন, স্বস্তিতে পর্যটন ব্যবসায়ীরা

বড়দিন আর বর্ষবরণের ঠিক আগেই পর্যটকদের জন্য স্বস্তির খবর। গত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলের চালক সংগঠনগুলোর মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, বুধবার জিটিএ-র হস্তক্ষেপে তার জট কাটল। আপাতত কোনও আন্দোলন নয়, বরং বৃহস্পতিবার থেকেই স্বাভাবিক ছন্দে পাহাড়ের পথে দৌড়বে গাড়ি।
লালকুঠিতে রুদ্ধদ্বার বৈঠক ও সমাধান এদিন দার্জিলিংয়ের লালকুঠিতে পাহাড়ের চালক সংগঠনগুলোর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন জিটিএ-র আধিকারিকরা। বৈঠক শেষে জিটিএ-র ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। কাল থেকে টাইগার হিল-সহ সমস্ত পর্যটন কেন্দ্রে পাহাড়ের গাড়ি পর্যটকদের নিয়ে উঠবে। আগামী বছরের ১৬ জানুয়ারি ফের সব পক্ষকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, ততক্ষণ পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে।
কী হয়েছিল আসল সমস্যা? সমতলের পর্যটন গাড়িগুলোকে পাহাড়ে ‘সাইট সিন’ করতে বাধা দেওয়ার অভিযোগে বিবাদ শুরু হয়েছিল। এর পাল্টা হিসেবে সমতলের চালকরা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ২৩ ডিসেম্বর থেকে তাঁরা পাহাড়ের গাড়িকে সমতল থেকে পর্যটক তুলতে দেবেন না। দুই তরফের এই দড়ি টানাটানিতে মাঝপথে বিপাকে পড়েছিলেন শয়ে শয়ে পর্যটক। বড়দিনের ভরা মরশুমে এই ধর্মঘটের মেঘ ঘনিয়ে আসায় মাথায় হাত পড়েছিল হোটেল ব্যবসায়ীদেরও।
তবে বিবাদ মিটে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। উত্তরবঙ্গ জুড়ে এখন উৎসবের মেজাজ, আর পর্যটকদের জন্য পাহাড়ের দরজা এখন পুরোপুরি অবারিত।