২০২৭-এর আগে সংরক্ষণের তুরুপের তাস! যোগী সরকারের বিরুদ্ধে ‘পদ লুটে’র অভিযোগে সরব অখিলেশ

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দামামা কার্যত এখনই বাজিয়ে দিলেন সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব। সরকারি চাকরিতে ওবিসি (OBC), এসসি (SC) এবং এসটি (ST) সম্প্রদায়ের অধিকার হরণের অভিযোগে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। অখিলেশের দাবি, গত পাঁচ বছরে নিয়োগের নামে অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘুদের (PDA) প্রাপ্য হাজার হাজার পদ পদ্ধতিগতভাবে ‘লুট’ করা হয়েছে।
নিয়োগ দুর্নীতির খতিয়ান ও অখিলেশের অভিযোগ অখিলেশ যাদব সামাজিক মাধ্যমে ‘সংরক্ষণ কি লুট’ শিরোনামে একটি পোস্টার শেয়ার করে দাবি করেছেন যে, গত চারটি প্রধান নিয়োগে ৩০,০০০-এরও বেশি পিডিএ পদ চুরি করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু পরিসংখ্যান:
৬৯০০০ শিক্ষক নিয়োগ (২০১৯): ৩৪,৫০০টি সংরক্ষিত পদের জায়গায় মাত্র ৫,১৬১টি পদ দেওয়া হয়েছে। অভিযোগ, ২৯,৩৩৯টি পদ লুট করা হয়েছে।
রাজস্ব হিসাবরক্ষক নিয়োগ (২০২৫): ৩,৯৯৭টি পদের বদলে ৩,০৩৭টি পদ দেওয়া হয়েছে, যেখানে ৯৬০টি পদের ঘাটতি রয়েছে।
বান্ধা কৃষি বিশ্ববিদ্যালয় ও সমবায় ব্যাংক: এখানেও সংরক্ষিত পদের সংখ্যায় ব্যাপক কারচুপির অভিযোগ এনেছেন তিনি।
‘নট ফাউন্ড সুইটেবল’ সূত্রের কারসাজি? অখিলেশের অভিযোগ, বিজেপি সরকার যোগ্য প্রার্থীদের বাদ দিতে ‘নট ফাউন্ড সুইটেবল’ (NFS) নামক একটি বেআইনি সূত্র ব্যবহার করছে। যখনই কোনো দুর্নীতির খবর সামনে আসে, সরকার লোকদেখানো কমিটি গঠন করে বিষয়টিকে ধামাচাপা দেয়। কিন্তু আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি।
এসপি প্রধান স্পষ্ট জানিয়েছেন, এই বঞ্চনার বিরুদ্ধে তাঁরা এবার সরাসরি আদালতে লড়াই করবেন এবং প্রয়োজনে রাজপথে গণ-আন্দোলন গড়ে তুলবেন। ২০২৭-এর নির্বাচনের আগে উত্তরপ্রদেশে এই ‘সংরক্ষণ ইস্যু’ যে বড়সড় রাজনৈতিক ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য।