মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক! মন্ত্রিসভার সিদ্ধান্তে উপকৃত হবেন কয়েক হাজার সরকারি কর্মচারী

রাজ্য সরকারি কর্মীদের জন্য বছরের শেষে বড় উপহার নিয়ে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার রাজ্য সরকারের সচিবালয়ের (Secretariat) কর্মীদের মতো ডিরেক্টরেট (Directorate) কর্মীদের জন্যও ‘কমন ক্যাডার’ তৈরির ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। এর ফলে ডিরেক্টরেটের কর্মীরা এখন থেকে সরাসরি কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের অধীনে চলে এলেন।

কেন এই সিদ্ধান্ত? বাড়বে পদোন্নতির সুযোগ এতদিন নিয়ম ছিল, একজন কর্মী যে দফতরের ডিরেক্টরেটে চাকরি পেতেন, তাঁকে সারা জীবন সেখানেই থাকতে হতো। ছোট ডিরেক্টরেট হওয়ার কারণে অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও বছরের পর বছর পদোন্নতি মিলত না। কিন্তু নতুন এই ‘কমন ক্যাডার’ ব্যবস্থার ফলে ডিরেক্টরেটের কর্মীরা এক দফতর থেকে অন্য দফতরে বদলি হতে পারবেন। যদি কোনও কর্মীর পদোন্নতির সময় হয় এবং নিজের ডিরেক্টরেটে শূন্যপদ না থাকে, তবে তিনি অন্য কোনও দফতরে পদোন্নতি নিয়ে যোগ দিতে পারবেন। এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করবে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

খুশি সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য সরকারের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, “ফেডারেশনের দীর্ঘদিনের দাবিপূরণ হলো। ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিস মিলিয়ে অগণিত কর্মচারী এর ফলে উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী আবারও প্রমাণ করলেন যে তিনি কর্মচারী দরদী।” এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক কাজে গতি আসার পাশাপাশি কর্মীদের কাজের মান ও উৎসাহ বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।