নো ম্যাপিং ভোটারের গেরোয় বর্ধমান! এসআইআর-এর নোটিসে ঘুম উড়েছে অসুস্থ বৃদ্ধা ও বিশেষভাবে সক্ষম যুবকের

পূর্ব বর্ধমান জেলায় নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার শুনানিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, জেলায় বর্তমানে ‘নো ম্যাপিং’ ভোটারের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ১৮ জন। এর মধ্যে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রেই ১২,৭১০ জন ভোটার রয়েছেন, যাঁদের তথ্যের সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকার মিল পাওয়া যায়নি। এই তালিকাভুক্তদেরই এখন শুনানির জন্য তলব করা হচ্ছে।
অসুস্থতা বনাম নির্বাচন কমিশনের নোটিস শুনানির নোটিস হাতে পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বর্ধমান শহরের ১১ নম্বর ওয়ার্ডের বিধানপল্লির মুখোপাধ্যায় পরিবার। পরিবারের বয়োজ্যেষ্ঠা লক্ষ্মী মুখোপাধ্যায় দিন কয়েক আগে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি শয্যাশায়ী। এই অবস্থায় কীভাবে তিনি শুনানি কেন্দ্রে হাজির হবেন, তা ভেবে কূল পাচ্ছেন না তাঁর পরিজনেরা।
বিশেষভাবে সক্ষমদের লড়াই সমস্যা আরও বেড়েছে লক্ষ্মী দেবীর ছেলে বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের নোটিস আসায়। তিনি বিশেষভাবে সক্ষম। একদিকে শয্যাশায়ী মা, অন্যদিকে বিশেষভাবে সক্ষম ছেলে—দুজনকেই এসআইআর শুনানির মুখোমুখি হতে হবে। ভাঙা পা আর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সরকারি দপ্তরে হাজিরা দেওয়া তাঁদের পক্ষে প্রায় অসম্ভব। কমিশনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, কোনও যুক্তিসঙ্গত কারণে প্রথমবার শুনানিতে আসতে না পারলে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হতে পারে, তবে সশরীরে উপস্থিত হওয়া নিয়ে আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের।
জেলাজুড়ে এই নোটিস বিলি শুরু হতেই সাধারণ ভোটারদের মধ্যে এক অজানা আতঙ্ক দানা বাঁধছে। বিশেষ করে অসুস্থ ও শারীরিক প্রতিকূলতা থাকা পরিবারগুলো এখন জেলা প্রশাসনের হস্তক্ষেপের আশায় দিন গুনছে।