“বাংলায় বাবরির নিরাপত্তা, হিন্দুদের ওপর লাঠি!” কলকাতায় বিক্ষোভ ঘিরে মমতার পুলিশকে তোপ বিজেপির

কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন বাংলাদেশ উপ-দূতাবাসের (Deputy High Commission) সামনে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন এবং গেরুয়া শিবিরের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ শানাল বিজেপি।
রণক্ষেত্র পার্ক সার্কাস মঙ্গলবার বিকেলে দীপু দাসের মৃত্যুর বিচার চেয়ে এক বিশাল মিছিল বাংলাদেশ উপ-দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের ‘ছত্রভঙ্গ’ করতে লাঠিচার্জ শুরু করে। পুলিশের এই সক্রিয়তা নিয়ে বুধবার মুখ খুলেছেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি।
প্রদীপ ভাণ্ডারির কড়া তোপ রাজ্য পুলিশের সমালোচনা করে প্রদীপ ভাণ্ডারি এদিন বলেন, “বাংলায় অদ্ভুত দ্বিচারিতা চলছে। একদিকে যখন বাবরি মসজিদের শিলান্যাসের মতো ঘটনা ঘটে, তখন পুলিশ নিজে গিয়ে নিরাপত্তা দেয়। অথচ নিজের দেশে হিন্দু ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানুষ সরব হলে তাঁদের ওপর লাঠি চালানো হয়।” তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং নির্দিষ্ট একটি গোষ্ঠীকে তুষ্ট করতেই হিন্দুদের ওপর দমনপীড়ন চালাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে পার্ক সার্কাস ও সংলগ্ন এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো জানিয়েছে, লাঠি চালিয়ে এই আন্দোলন স্তব্ধ করা যাবে না।