‘জল পর্যন্ত দেয়নি’, চিনে ১৫ ঘণ্টা আটক ভারতীয়; অরুণাচল নিয়ে করেছিলেন মন্তব্য

অরুণাচল প্রদেশ নিয়ে মন্তব্য করাই যেন কাল হলো! চিনে গিয়ে প্রায় ১৫ ঘণ্টা আটক থাকতে হলো ভারতীয় ভ্লগার অনন্ত মিত্তালকে। ‘অন রোড ইন্ডিয়ান’ (On Road Indian) নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের এই ভ্লগার সম্প্রতি চিনের অভিবাসন কেন্দ্রে তাঁর সাথে হওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে শেয়ার করেছেন। তাঁর দাবি, সেখানে তাঁর সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়েছে এবং এক পর্যায়ে হতাশায় কান্নাকাটি করা ছাড়া তাঁর আর কোনো উপায় ছিল না।
গত ১৬ নভেম্বর এই ঘটনাটি ঘটে। অনন্ত জানিয়েছেন, তাঁকে দীর্ঘক্ষণ আটকে রেখে মানসিক হেনস্থা করা হয়। ভিডিওতে তাঁকে বারবার অসহায়ভাবে বলতে শোনা যায়, “হামারি কোয়ি অওকাত নেহি” (আমাদের কোনো যোগ্যতাই নেই)। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেই মুহূর্তের বিভীষিকা বর্ণনা করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। পেশায় পর্যটক এই যুবকের দাবি, তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে যাননি, বরং নিজের চোখের ক্যামেরায় বিশ্বকে চেনাতে চেয়েছিলেন।
অনন্ত আরও ব্যাখ্যা করেন, “কারও প্রতি আমার কোনো ঘৃণা নেই। আমি শুধু বিশ্বকে ভালোবাসি। তিন বছর উত্তর-পূর্ব ভারতে পড়াশোনা করার সুবাদে ওই অঞ্চলের সঙ্গে আমার আত্মিক টান রয়েছে। আমি কোনো রাজনৈতিক এজেন্ডার অংশ নই।”
উল্লেখ্য, ঠিক এক মাস আগেই প্রেমা নামে অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিক জাপানে যাওয়ার পথে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা চরম হয়রানির শিকার হন। চিনা কর্তৃপক্ষের দাবি ছিল, অরুণাচল প্রদেশ চিনের অংশ, তাই ভারতীয় পাসপোর্ট অবৈধ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অনন্ত মিত্তালের এই ভিডিও চিনের ভারতীয় পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।