“ব্রাহ্মণের মেয়ে বলে প্রার্থী করেছিলাম, কিন্তু…” নিশা চ্যাটার্জিকে সরিয়ে নতুন চমকের পথে হুমায়ুন

রাজ্য রাজনীতিতে নয়া দল ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছিলেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার ধুমধাম করে ১০টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেও, মঙ্গলবার সকালেই সুর বদলালেন তিনি। কলকাতার হাইপ্রোফাইল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে যাকে প্রার্থী করেছিলেন, সেই নিশা চট্টোপাধ্যায়কে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তালিকা থেকে ছেঁটে ফেললেন হুমায়ুন।

কেন এই আকস্মিক সিদ্ধান্ত? সোমবার হুমায়ুনের নতুন দলের মঞ্চে উপস্থিত ছিলেন নিশা। তাঁকে প্রার্থী ঘোষণা করার পরেই সোশ্যাল মিডিয়ায় নিশার ব্যক্তিগত জীবনের বেশ কিছু ছবি ও ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে মদ্যপান করতে এবং বারে সময় কাটাতে দেখা যায়। এই ছবিগুলো সামনে আসতেই তৃণমূল শিবির থেকে নিশার জীবনধারা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়। চাপের মুখে পড়ে হুমায়ুন কবীর সাফ জানান, তিনি নিশার জীবনের এই দিকগুলো সম্পর্কে অবগত ছিলেন না।

হুমায়ুনের বিস্ফোরক স্বীকারোক্তি প্রার্থী বদল প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “আমি জানতাম উনি একজন সেলিব্রিটি। ব্রাহ্মণের মেয়ে বলেই তাঁকে সম্মান দিয়ে প্রার্থী করেছিলাম। কিন্তু ওঁর বারে গিয়ে ড্রিঙ্কস করার ছবি যেভাবে সামনে এসেছে, তাতে বিরোধীরা প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। আমি এসব জানতাম না।” নীতিগত কারণেই নিশাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বালিগঞ্জে এবার নয়া সমীকরণ বালিগঞ্জ কেন্দ্র নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বিধায়ক। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ওই কেন্দ্রে কোনো সংখ্যালঘু মুখকেই প্রার্থী করা হবে। আগামী সাত দিনের মধ্যে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। দল গঠনের শুরুতেই প্রার্থী নিয়ে এই হোঁচট হুমায়ুনের নতুন দলের ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।