২০১০ পরবর্তী ওবিসি শংসাপত্র কি বৈধ? নির্বাচন কমিশনকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

২০১০ সালের মার্চ মাসের পর থেকে প্রদত্ত ওবিসি শংসাপত্রগুলির গ্রহণযোগ্যতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন যে, আগামী সাত দিনের মধ্যে কমিশনকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। প্রসঙ্গত, এর আগে হাইকোর্ট এক রায়ে জানিয়েছিল যে, ২০১০ সালের পর দেওয়া ওবিসি শংসাপত্রগুলি বৈধ নয়।

নির্বাচনী প্রক্রিয়ায় SIR (Acceptable Documents)-এর তালিকায় জাতিগত শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ নথি। এক আইনজীবী এই শংসাপত্রের বৈধতা নিয়ে কমিশনকে চিঠি লিখলেও কোনো সদুত্তর না মেলায় মামলাটি পুনরায় আদালতের দ্বারস্থ হয়। এখন এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, তার ওপর নির্ভর করছে কয়েক লক্ষ ওবিসি শংসাপত্রধারী ভোটারের ভাগ্য এবং আসন্ন নির্বাচনের বহু সমীকরণ।