২০২৬-এর আগে অস্বস্তিতে ঘাসফুল শিবির! লছমনপুরে দুর্নীতির অভিযোগে নতুন নেতার বিরুদ্ধে বিক্ষোভ

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তাল হয়ে উঠল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লক। লছমনপুর অঞ্চলে নতুন সভাপতির নাম ঘোষণা হতেই তৃণমূলের কোন্দল রাস্তায় নেমে এল। প্রাক্তন সভাপতি দিলীপ মণ্ডলকে সরিয়ে প্রাক্তন প্রধান সভাকর মণ্ডলকে দায়িত্ব দেওয়া হতেই বিক্ষোভে ফেটে পড়েন নিচুতলার কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, বিপুল পরিমাণ টাকার বিনিময়ে এই পদ ‘বিক্রি’ করা হয়েছে।

বিক্ষুব্ধ কর্মীদের দাবি, নবনিযুক্ত সভাপতি সভাকর মণ্ডল প্রধান থাকাকালীন ব্যপক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কর্মীদের সম্মান দেননি। অবিলম্বে তাঁকে সরিয়ে পুরনো সভাপতিকে ফিরিয়ে আনার দাবিতে বেলাপাড়া গ্রামে বিক্ষোভ দেখান কর্মীরা। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে, সিদ্ধান্ত বদল না হলে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হবেন তাঁরা। অন্যদিকে, নতুন সভাপতি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে একে ‘স্বার্থান্বেষী গোষ্ঠীর কাজ’ বলে দাবি করেছেন। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিজেপি বিধায়ক চন্দনা বাউরি বলেন, “গোটা দলটাই দুর্নীতিতে ডুবে আছে, এখন লুটের টাকার ভাগ বাঁটোয়ারা নিয়েই এই কামড়াকামড়ি।”