অজজুহাত চলবে না, ওটা নৃশংস অপরাধ! বাংলাদেশে খুন হওয়া দীপুর পরিবারের দায়িত্ব নিল ইউনুস সরকার

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় নৃশংসভাবে খুন হওয়া হিন্দু যুবক দীপু চন্দ্র দাশের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করল সে দেশের অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপুকে পিটিয়ে ও গায়ে আগুন দিয়ে হত্যা করে উগ্রপন্থীরা। এই পাশবিক ঘটনার দায় এড়াতে না পেরে এবার নিহত যুবকের পরিবার, সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করল রাষ্ট্র।

মঙ্গলবার নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি স্পষ্ট ভাষায় জানান, “এই হত্যাকাণ্ড একটি বর্বরোচিত অপরাধ, এর কোনো অজুহাত থাকতে পারে না। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে, সরকার এই পরিবারের সমস্ত দেখভালের দায়িত্ব নিয়েছে।” নিম্নবিত্ত পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশেহারা দীপুর বৃদ্ধ বাবা রবিচন্দ্র দাশ ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দীপুকে পুড়িয়ে মারার বীভৎস ভিডিও ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক স্তরেও সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে তদন্ত ও আইনি ব্যবস্থার আশ্বাস দিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, কোনো দুষ্কৃতী গোষ্ঠী যাতে বিভাজন তৈরি করে অস্থিরতা ছড়াতে না পারে, সেদিকে রাষ্ট্র সতর্ক নজর রাখছে। ধর্ম-পরিচয় নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে দাবি করেছেন তিনি।