বড়দিনে এই ভুল উপহার দিলেই বড় বিপদ! ভাঙতে পারে সম্পর্ক, হতে পারে চরম আর্থিক ক্ষতি

উৎসবের মরশুম মানেই উপহারের আদান-প্রদান। কিন্তু আপনি কি জানেন, আপনার দেওয়া একটি উপহারই প্রিয়জনের জীবনে দুর্ভাগ্য বা সম্পর্কে তিক্ততা ডেকে আনতে পারে? বাস্তুশাস্ত্র ও প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী, বড়দিনের শুভ মুহূর্তে বেশ কিছু জিনিস উপহার দেওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। উৎসবের আনন্দ বজায় রাখতে গিফট কেনার আগে এই তালিকাটি অবশ্যই দেখে নিন।
১. ধারালো বস্তু ও দাহ্য পদার্থ: বড়দিনে কাউকে ছুরি, কাঁচি বা কোনো ধারালো অস্ত্র উপহার দেবেন না। বিশ্বাস করা হয়, এ ধরনের জিনিস পারস্পরিক সম্পর্কের মাধুর্য নষ্ট করে এবং তিক্ততা বাড়ায়। ২. দেবদেবীর মূর্তি: বড়দিনের মতো বিশেষ দিনে কাউকে দেবদেবীর মূর্তি বা ছবি উপহার দেওয়া এড়িয়ে চলুন। প্রতিটি মূর্তির আলাদা নিয়ম ও রক্ষণাবেক্ষণ থাকে, যা পালন না হলে হিতে বিপরীত হতে পারে। ৩. রুমাল বা পেন: উপহার হিসেবে রুমাল দেওয়া অমঙ্গলের প্রতীক। আবার পেন বা কলম উপহার দিলে তা গ্রহীতার ভাগ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলে অনেকের ধারণা। ৪. জল ও কাঁটাযুক্ত গাছ: অ্যাকোয়ারিয়াম, কচ্ছপ বা ছোট ঝরনা উপহার দিলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ উপহার দিলে সম্পর্কে বিবাদ বাড়ে। ৫. পেশাগত সামগ্রী: বন্ধুদের এমন কিছু দেবেন না যা সরাসরি তাঁদের ব্যবসার সাথে যুক্ত, এতে ব্যবসায়িক লোকসান হতে পারে।
পরিবর্তে কী দেবেন? পজিটিভ এনার্জি বজায় রাখতে বড়দিনে বই, সুগন্ধি মোমবাতি, চকোলেট বা সুন্দর ঘর সাজানোর জিনিস উপহার হিসেবে বেছে নিন।