২০২৬-এর শুরুতেই বড় চমক! সস্তা হতে পারে লোন, বাড়তে পারে বেতন; জেনে নিন খুঁটিনাটি

দরজায় কড়া নাড়ছে ২০২৬ সাল। নতুন বছরের আনন্দ উৎসবের মাঝেই সাধারণ মানুষের জীবনে আসতে চলেছে একাধিক বড় পরিবর্তন। সরকারি নির্দেশিকা থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা— ১ জানুয়ারি থেকেই বদলে যাবে এই নিয়মগুলি, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে।
১. ক্রেডিট স্কোর ও সস্তা ঋণ: নতুন বছর থেকে প্রতি সপ্তাহে আপডেট হবে আপনার ক্রেডিট স্কোর, যা আগে ১৫ দিন অন্তর হতো। এর ফলে লোন পাওয়া আরও সহজ হবে। পাশাপাশি এসবিআই, পিএনবি এবং এইচডিএফসি-র মতো ব্যাঙ্কগুলি ঋণের সুদের হার কমাতে পারে বলে খবর। ২. প্যান কার্ড নিষ্ক্রিয়: ৩১ ডিসেম্বরের মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করলে ১ জানুয়ারি থেকে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাবে। এতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত কাজে চরম সমস্যায় পড়বেন। ৩. অষ্টম পে কমিশন ও বেতন বৃদ্ধি: সরকারি কর্মীদের জন্য সুখবর! ১ জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ডিএ (DA) বাড়ার পাশাপাশি বেতন ও পেনশনভোগীদের ডিআর (DR)-ও বাড়বে। ৪. ইউপিআই ও সিম কার্ডের কড়াকড়ি: অনলাইন জালিয়াতি রুখতে ট্রাই (TRAI)-এর নির্দেশে সিম ভেরিফিকেশন এবং ইউপিআই পেমেন্টের নিয়মে আসছে বড় বদল। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপেও কড়া নজরদারি চলবে। ৫. গ্যাসের দাম: প্রতি মাসের মতো এবারও ১ তারিখ সকালেই নির্ধারিত হবে রান্নার গ্যাসের নতুন দাম।