৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়লে মিলবে ৩০০০ ডলার! ট্রাম্পের ‘সেলফ-ডিপোর্ট’ অফারে তোলপাড়

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবার এক অভাবনীয় এবং কঠোর কৌশল গ্রহণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন যারা প্রশাসনিক তর্জন-গর্জনেও দেশ ছাড়েননি, তাদের জন্য এবার ‘পুরস্কার’ ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) জানিয়েছে, যারা ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে স্বেচ্ছায় আমেরিকা ছাড়বেন, তাদের প্রত্যেককে ৩০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৬৮ লক্ষ টাকা) দেওয়া হবে। আগে এই অংকের পরিমাণ ছিল ১০০০ ডলার, যা বড়দিন উপলক্ষে তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
অফারের বিস্তারিত শর্তাবলী:
আর্থিক সহায়তা: স্বেচ্ছায় দেশে ফিরলে ৩০০০ ডলারের ‘এক্সিট বোনাস’।
ফ্রি টিকিট: অভিবাসীদের নিজ দেশে ফেরার জন্য বিমান টিকিট দেবে মার্কিন সরকার।
জরিমানা মুকুব: ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে যে মোটা অঙ্কের জরিমানা হওয়ার কথা ছিল, তা সম্পূর্ণ মুকুব করা হবে।
আবেদন পদ্ধতি: ‘CBP Home’ অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করে এই সুবিধা নেওয়া যাবে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, এটি একটি সীমিত সময়ের অফার। ৩১ ডিসেম্বরের মধ্যে যারা এই সুযোগ নেবেন না, তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে এবং তারা আর কোনোদিন আমেরিকায় ফিরতে পারবেন না। মূলত জোরপূর্বক ডিপোর্ট করার খরচ (গড়ে ১৭,০০০ ডলার) কমাতেই ট্রাম্প সরকার এই ৩০০০ ডলারের টোপ দিয়েছে। তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১.৯ মিলিয়ন অবৈধ অভিবাসী স্বেচ্ছায় আমেরিকা ছেড়েছেন।