টাকা ভর্তি ব্যাগ হারিয়ে মাথায় হাত পর্যটকের! সুন্দরবন পুলিশের এক ফোনেই ফিরল হাসি

সুন্দরবন ভ্রমণে এসে বড়সড় বিপদে পড়েছিলেন মালদহের বাসিন্দা সুদীপ্ত দে। গত বৃহস্পতিবার অসাবধানতাবশত জেটিতেই ফেলে যান নিজের ব্যাগ, যাতে ছিল নগদ ৯০ হাজার টাকা ও মূল্যবান নথিপত্র। চারিদিকে হন্যে হয়ে খুঁজেও যখন হদিস মেলেনি, তখন শেষ ভরসা হিসেবে গোসাবা থানার দ্বারস্থ হন তিনি।

থানার ওসি ত্রিদিব মল্লিক বিষয়টি জানতে পেরেই অ্যাকশনে নামেন। পাখিরালয় এলাকার সমস্ত লঞ্চ, ভুটভুটি চালক ও হোটেল মালিকদের সতর্ক করে চিরুনি তল্লাশি শুরু হয়। অবশেষে সোমবার সন্ধ্যায় মেলে সেই অমূল্য ব্যাগ। ওসির ভিডিও কলে ব্যাগটি দেখে চিনতে পারেন সুদীপ্তবাবু। মঙ্গলবার সন্ধ্যায় থানায় এসে নিজের ব্যাগ ফিরে পান তিনি। সবার সামনে তালা খুলে দেখা যায়, একটি টাকাও এদিক-ওদিক হয়নি। পুলিশের এই কর্মতৎপরতা ও সততায় মুগ্ধ ওই পর্যটক। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “পুলিশের সাহায্য ছাড়া ব্যাগটি ফিরে পাওয়া অসম্ভব ছিল।”