সোনার দামে ফের আগুন! বড়দিনের আগেই পকেটে টান, জানুন আজকের লেটেস্ট রেট

চলতি বছরের শেষ ক’মাস ধরেই সোনার বাজারে অস্থিরতা বজায় রয়েছে। লক্ষাধিক টাকার গণ্ডি পেরিয়ে হলুদ ধাতুর দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ার পথে। মাঝে সামান্য পতন দেখা দিলেও, বড়দিনের প্রাক্কালে আজ ২৪ ডিসেম্বর ফের দাম বাড়ল সোনার। গত কয়েক মাসের রেকর্ড ভেঙে আজ ফের ঊর্ধ্বমুখী বাজার।আজ কলকাতায় সোনার দাম:২২ ক্যারেট: প্রতি ১ গ্রাম ১২,৭৩৫ টাকা (১০ গ্রাম ১,২৭,৩৫০ টাকা)২৪ ক্যারেট: প্রতি ১ গ্রাম ১৩,৮৯৩ টাকা (১০ গ্রাম ১,৩৮,৯৩০ টাকা)এক নজরে ভারতের প্রধান শহরগুলোতে আজকের দাম (প্রতি ১ গ্রাম):শহর২২ ক্যারেট (টাকা)২৪ ক্যারেট (টাকা)মুম্বই১২,৭৩৫১৩,৮৯৩দিল্লি১২,৭৫০১৩,৯০৮চেন্নাই১২,৮০০১৩,৯৬৪বেঙ্গালুরু১২,৭৩৫১৩,৮৯৩আমেদাবাদ১২,৭৪০১৩,৮৯৮কেরল১২,৭৩৫১৩,৮৯৩গতকাল কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল গ্রাম প্রতি ১২,৭০০ টাকা এবং ২৪ ক্যারেট ছিল ১৩,৮৫৫ টাকা। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ১০ গ্রামে দাম বেড়েছে প্রায় ৩৫০-৩৮০ টাকা। বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের জন্য এই মূল্যবৃদ্ধি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।