ভারতের বিরুদ্ধে জোট বাঁধছে পাকিস্তান-বাংলাদেশ? ইউনূস থাকতেই গোপন চুক্তির ফন্দি?

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক চরম উত্তেজনার আবহ তৈরি হয়েছে। কূটনৈতিক মহলে জোরালো জল্পনা, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল এবং ‘গোপন’ প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে। সূত্রের খবর, এই চুক্তি কার্যকর হলে ভারতের কৌশলগত ও নিরাপত্তা স্বার্থ বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
বিগত কয়েক মাসে আইএসআই (ISI) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকসহ পাকিস্তানের একাধিক উচ্চপদস্থ সামরিক আধিকারিকের ঢাকা সফর এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। শোনা যাচ্ছে, ন্যাটোর (NATO) আদলে একটি ‘মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট’ সই করতে চাইছে দুই দেশ। যার অর্থ হলো—এক দেশের ওপর হামলা হলে তা অপর দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। এমনকি এই সম্ভাব্য চুক্তিতে গোয়েন্দা তথ্য আদান-প্রদান থেকে শুরু করে পরমাণু সহযোগিতার মতো বিস্ফোরক বিষয় থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলেই এই ডিল চূড়ান্ত করতে মরিয়া পাকিস্তান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে নির্বাচনের আগে ভারত-বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে এই ‘মাস্টারস্ট্রোক’ দিতে চাইছে ইসলামাবাদ। যদি এই প্রতিরক্ষা জোট বাস্তবায়িত হয়, তবে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। নয়া দিল্লি আপাতত নীরব থাকলেও, সীমান্তের এই নয়া সমীকরণের ওপর কড়া নজর রাখছে সাউথ ব্লক।