দীপু দাস হত্যাকাণ্ডে উত্তাল বাংলাদেশ! ১২ জন গ্রেপ্তার, নিহতের বাড়িতে গিয়ে কড়া বার্তা উপদেষ্টা আবরারের

বাংলাদেশের ময়মনসিংহে সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা ও সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের নির্দেশে তিনি ময়মনসিংহে গিয়ে দীপু দাসের বাবা রবিলাল দাসের সঙ্গে কথা বলেন এবং অপরাধীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন।
গত ১৮ ডিসেম্বর ধর্ম অবমাননার কথিত অভিযোগে ২৭ বছরের যুবক দীপু চন্দ্র দাসকে একদল উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করে এবং পরে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়। এই বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক মহলেও তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। শিক্ষা উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, “গুজব বা বিশ্বাসের ভিন্নতা দিয়ে এই জঘন্য অপরাধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। কারোরই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই।”
ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, জাতি-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই মামলাটি কোনো ব্যতিক্রম ছাড়াই আইনি প্রক্রিয়ায় চালানো হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। পাশাপাশি, দীপু দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদানের ঘোষণাও করেছে সরকার।