‘এলাকাটি সামান্য ভূতুড়ে’! আজব সাইনবোর্ডে তোলপাড় গোটা শহর, রহস্য ফাঁস হতেই অবাক সবাই

রাস্তার ধারে প্রশাসনের লাগানো সাইনবোর্ড সাধারণত জনসচেতনতার বার্তা দেয়। কিন্তু নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আনাচে-কানাচে রাতারাতি এমন কিছু সাইনবোর্ড গজিয়ে উঠেছে, যা দেখে শহরবাসীর চোখ চড়কগাছ! কোনও বোর্ডে লেখা, ‘এই এলাকাটি সামান্য ভূতুড়ে, তবে সামলে নেওয়া যাবে’। কোথাও আবার কড়া নির্দেশ— ‘এক জায়গায় ৩ মিনিটের বেশি দাঁড়ানো নিষিদ্ধ’। এমনকি হাঁটার গতিও বেঁধে দেওয়া হয়েছে ঘণ্টায় ২.৮৩ কিলোমিটারে!
শহরবাসী প্রথমে ভেবেছিলেন এগুলি হয়তো নগর প্রশাসনের নতুন কোনও নিয়ম। কিন্তু খুঁটিয়ে দেখতেই দেখা যায়, নীচে ‘ক্রাইস্টচার্চ সিটি কাউন্সিল’-এর বদলে লেখা রয়েছে ‘ক্রাইস্টচার্চ সিটি কনফিউশন’। মুহূর্তেই আতঙ্ক বদলে যায় হাসিতে। আসলে এটি কোনও প্রশাসনিক নির্দেশ নয়, বরং এক সৃজনশীল শিল্পীর মস্ত বড় ‘প্র্যাঙ্ক’ বা শিল্পকর্ম।
শহরে আয়োজিত ‘লিটল স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল’ উপলক্ষে জনৈক শিল্পী এই অভিনব ভাবনার জন্ম দিয়েছেন। তাঁর মতে, গতানুগতিক সাইনবোর্ড কেউ চেয়েও দেখে না, তাই মানুষের নজর কাড়তে তিনি এমন বিভ্রান্তিকর ও মজাদার বার্তার আশ্রয় নিয়েছেন। তাঁর এই কৌশলী শিল্পকর্ম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর ক্রাইস্টচার্চের প্রতিটি মোড়ে এখন শুধুই এই ‘ভূতুড়ে’ বার্তার চর্চা।