শেষ মুহূর্তে বিরাট ধাক্কা! চিন্নাস্বামী থেকে সরল কোহলির ম্যাচ, পন্থের দিল্লির খেলা নিয়ে চরম নাটক

বিজয় হাজারে ট্রফি শুরুর ঠিক আগের মুহূর্তে বড়সড় ডামাডোল ভারতীয় ক্রিকেট মহলে। প্রায় দেড় দশক পর দিল্লির জার্সিতে বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের উন্মাদনা যখন তুঙ্গে, তখনই ভেন্যু বদলের ঘোষণা করল কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিরাটের অত্যন্ত প্রিয় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির ম্যাচগুলি হওয়ার কথা থাকলেও, নিরাপত্তার কারণে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আলুরে বিসিসিআই-এর ‘সেন্টার অফ এক্সিলেন্স’ মাঠে।
নিরাপত্তার অভাব ও স্টেডিয়ামের পরিকাঠামোগত ত্রুটির কারণে কর্ণাটক পুলিশ ও প্রশাসন চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। গত জুনে আইপিএল পরবর্তী উৎসবে চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর থেকেই স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। বেঙ্গালুরু পুলিশ কমিশনার শীমন্ত কুমার সিংহ স্পষ্ট জানিয়েছেন, গৃহ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী বিশেষজ্ঞ কমিটি স্টেডিয়াম খতিয়ে দেখে ম্যাচ আয়োজনের সবুজ সংকেত দেয়নি।
ফলে ঋষভ পন্থের নেতৃত্বে দিল্লির যে ম্যাচগুলোতে বিরাট কোহলি, রোহিত শর্মা বা শুভমন গিলদের দেখার সুযোগ ছিল, তা এখন হবে বন্ধ দরজার আড়ালে। সাধারণ দর্শকদের প্রবেশাধিকারেও থাকছে নিষেধাজ্ঞা। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বেঙ্কটেশ প্রসাদের অধীনে এই টুর্নামেন্টের মাধ্যমেই আইপিএল প্রস্তুতির মহড়া হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি গাইডলাইন মেনে স্টেডিয়াম সংস্কার সম্পূর্ণ না হওয়ায় আপাতত নির্বাসনেই থাকতে হচ্ছে ঐতিহ্যবাহী এই মাঠটিকে।