বৃদ্ধাকে খুনের চেষ্টা! মাঝরাতে বর্ধমানে ‘ডাকাত’ সেজে নারকীয় তাণ্ডব আয়ার, পর্দা ফাঁস করল পুলিশ

পূর্ব বর্ধমানের গলসি থানার তারানগর গ্রামে এক বৃদ্ধাকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল তাঁরই আয়াকে। ধৃতের নাম আমবিয়া বিবি, যার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। মঙ্গলবার ভোররাতে ৭০ বছর বয়সী বৃদ্ধা মনোয়ারা বেগমের ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য— বেতন নিয়ে বিবাদের জেরে বাইরে থেকে লোক আনিয়ে বৃদ্ধাকে আক্রমণ করায় এই আয়া।
কলকাতার বাসিন্দা মনোয়ারা বেগম ও তাঁর স্বামী গত এক মাস ধরে ব্যাংকের কাজে গ্রামের বাড়িতে থাকছিলেন। তাঁদের দেখভালের জন্য মেয়ে আমবিয়াকে পাঠিয়েছিলেন। গতকাল আয়ার কাজের মেয়াদ শেষ হতেই বেতনের টাকা নিয়ে মনোয়ারা দেবীর সঙ্গে বিবাদ বাধে। অভিযোগ, এর প্রতিশোধ নিতেই ভোররাতে দুষ্কৃতীদের ডেকে বৃদ্ধার ওপর হামলা চালায় আমবিয়া। নিজেকে আড়াল করতে সে কলকাতায় দম্পতির মেয়েকে ফোন করে জানায় যে, ডাকাতরা আলমারির চাবি চেয়ে বৃদ্ধাকে মারধর করেছে।
আয়ার এই ‘গল্পে’ সন্দেহ দানা বাঁধলে পুলিশ তদন্ত শুরু করে এবং আমবিয়ার অসংলগ্ন কথাবার্তায় আসল রহস্য বেরিয়ে আসে। পুলিশ জানতে পেরেছে, ঘটনার মোড় ঘোরাতেই ডাকাতির গল্প সাজানো হয়েছিল। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ধৃত আয়াকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ তিন দিনের হেফাজতে নিয়েছে। আয়ার সঙ্গে আর কে কে এই হামলায় যুক্ত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।