“অখণ্ড ভারতের স্বপ্ন ভুলে যাও”, দিপু দাস হত্যাকাণ্ড ও বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের!

বাংলাদেশে চলমান অস্থিরতা ও হিন্দু যুবক দিপু দাস হত্যাকাণ্ডের আবহে এবার ভারতকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল ‘পাকিস্তান মুসলিম লিগ’-এর নেতা কামরান সাঈদ উসমানি বিস্ফোরক দাবি করেছেন যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পেছনে ভারতের হাত রয়েছে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে বলেন, “ভারতের প্রতিটি শহর পাকিস্তানের মিসাইলের পাল্লার মধ্যে রয়েছে। ভারতের মোকাবিলা করতে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের পাশে দাঁড়াবে।”
উসমানি ভারতের ‘অখণ্ড ভারত’ ধারণার তীব্র বিরোধিতা করে জানান, বাংলাদেশের সার্বভৌমত্বে ভারত আঘাত করলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। তিনি হুঁশিয়ারি দেন, ভারত যদি এক পা-ও এগোয়, তবে পাকিস্তান যুদ্ধে নামতে বাধ্য হবে। উল্লেখ্য, বাংলাদেশে সম্প্রতি নবী অবমাননার মিথ্যে অভিযোগে হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা নিয়ে ভারতে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে এই ঘটনার প্রতিবাদে উত্তাল বিক্ষোভ চলছে।
অন্যদিকে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে সক্রিয় ভূমিকা পালনকারী নেতা শরিফ হাদির হত্যার জেরেও ব্যাপক সহিংসতা ছড়িয়েছে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানি নেতারা একদিকে যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন, তেমনই মিসাইল হামলার হুমকি দিয়ে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। উসমানির এই বিতর্কিত মন্তব্য এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।