“পুলিশ দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না!” বেকবাগানে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় রণংদেহি শুভেন্দু

দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার বেকবাগান চত্বর। একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে এলাকা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আন্দোলনকারীদের অভিযোগ, দীপু দাসের মৃত্যুর ঘটনায় সঠিক বিচার মিলছে না এবং প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। এদিন প্রতিবাদী মিছিল বেকবাগানের দিকে এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এর পরেই শুরু হয় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালালে বেশ কয়েকজন আহত হন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্য সরকার পুলিশকে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে। দীপু দাসের পরিবারের কান্নার দাম দিতে হবে শাসকদলকে। লাঠি দিয়ে আন্দোলন দমন করা যাবে না।” বিরোধী দলনেতার এই মন্তব্যের পর দীপু দাস কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।