“জানতে চাই দলে তাঁর ভূমিকা কী”, নতুন দল ঘোষণা করতেই হুমায়ুন কবীরকে তলব করতে পারেন বিমান বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গঠনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়কের বর্তমান অবস্থান ও সদস্যপদ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। অধ্যক্ষ স্পষ্ট জানিয়েছেন, বিধানসভার নথিতে হুমায়ুন কবীর বর্তমানে একজন ‘নির্দল’ বিধায়ক হিসেবেই গণ্য। তবে নতুন দল গঠনের পর তাঁর আইনি মর্যাদা কী হবে, তা স্পষ্ট করতে তাঁকে চেম্বারে তলব করা হতে পারে।

অধ্যক্ষ জানান, হুমায়ুন তৃণমূলের প্রতীকে জিতলেও দল তাঁকে সাসপেন্ড করায় বর্তমানে তিনি স্বতন্ত্র সদস্য। স্পিকারের কথায়, “উনি নতুন দল গঠন করেছেন বলে শুনছি। সেই দলে ওঁর ভূমিকা ঠিক কী, সেটা জানা প্রয়োজন। বিষয়টি স্পষ্ট করতে আমি তাঁকে ডেকে পাঠাতে পারি।” যদিও দলত্যাগ বিরোধী আইন বা সদস্যপদ খারিজের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি বলে জানান তিনি।

এদিকে, মুর্শিদাবাদের বেলডাঙা থেকে নিজের নতুন দলের নাম ও পতাকা উন্মোচন করে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন হুমায়ুন। ২০২৬-এর নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৯টিতে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছেন তিনি। তাঁর দাবি, আগামী দিনে সরকার গঠনে তাঁর দলই ‘কিংমেকার’ হবে। বারবার দলবদলের ইতিহাসে পরিচিত হুমায়ুন এবার সরাসরি তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামায় জেলা তথা রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে ঘোরে, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।