ফাঁসি না হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন মা, খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে নৃশংস বাবা-ছেলে হত্যাকাণ্ডে ১৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর আদালত। বিচারক অমিতাভ চট্টোপাধ্যায় এই সাজা শোনানোর পাশাপাশি নিহতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এই রায়ে সন্তুষ্ট নয় নিহতের পরিবার। দোষীদের ফাঁসির দাবিতে এবার সরব হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী তথা চন্দন দাসের মাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু পুলিশের চার্জশিট নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে ১৩ জনকে সমানভাবে অভিযুক্ত দেখিয়েছে যাতে তাদের ফাঁসি এড়ানো যায়। অথচ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা ৩ জনকে নির্দিষ্টভাবে চিহ্নিত করেছিলেন, যারা প্রথম আক্রমণ চালিয়েছিল। শুভেন্দুর অভিযোগ, “চার্জশিটে সবাইকে সমান দোষী দেখানোর উদ্দেশ্য একটাই, যাতে ফাঁসি না হয়।”
আদালত দিলদার নাদাব, আসমাউল নাদাবসহ ১৩ জনকে কারাদণ্ড দিলেও, এই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্ট এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু। তিনি আশ্বস্ত করেছেন যে, আইনি লড়াইয়ে পরিবারকে সবরকম সাহায্য করবেন তিনি। অন্যদিকে, সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, দোষীদের কম বয়স এবং পারিবারিক পরিস্থিতির কথা বিবেচনা করেই হয়তো আদালত এই রায় দিয়েছে। তবে ন্যায়বিচারের আশায় লড়াই চালিয়ে যেতে অনড় নিহতের পরিবার।