ভোটার কার্ডের SIR নয়, বর্ধমানের স্কুলে এল SIS! পড়ুয়াদের ভবিষ্যৎ বদলাতে প্রধান শিক্ষকের মাস্টারস্ট্রোক

ভোটার তালিকা সংশোধনের জন্য সরকারের ‘SIR’ কর্মসূচির নাম আমরা অনেকেই শুনেছি। কিন্তু এবার সেই নামের আদলে এক সম্পূর্ণ ভিন্ন এবং মানবিক চিন্তাধারার সূচনা করল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। পড়ুয়াদের জন্য এক আদর্শ ও যত্নশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তারা চালু করল ‘SIS’ অর্থাৎ ‘স্পেশাল ইনফরমেশন অফ স্টুডেন্ট’ (Special Information for Student)।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দেশের মধ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম। কী এই SIS? প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি পড়ুয়ার কেবল পড়াশোনা নয়, বরং তার খাদ্যাভ্যাস, পছন্দের রং, শখ, এমনকি পারিবারিক সম্পর্ক ও প্রতিবেশীদের সাথে আচরণের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমনকি শিশুর বাড়িতে কোনও জিনগত রোগ আছে কি না, তাও রাখা হচ্ছে নথিতে। লক্ষ্য একটাই—পড়াশোনার বাইরেও শিশুর মানসিক ও সামাজিক দিকগুলো বুঝে তাকে সঠিক নাগরিক হিসেবে গড়ে তোলা।

স্কুল পরিদর্শক প্রলয়েন্দু ভৌমিক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানান, শিশুদের সামগ্রিক বিকাশের জন্য তাদের প্রতিটি খুঁটিনাটি বিষয় জানা শিক্ষকদের জন্য অত্যন্ত জরুরি। অভিভাবকদের সঙ্গে যৌথভাবে কাজ করে পড়ুয়াদের সব সমস্যার সমাধান করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। মিনাপুর স্কুলের এই অভিনব ও মানবিক প্রচেষ্টা এখন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কাছেও এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।