ঘরের বাইরে আসতেন না, অভাব ছিল নিত্যসঙ্গী! দুই বোনের রহস্যমৃত্যুতে পার্ক স্ট্রিট কাণ্ডের ছায়া

উত্তর ২৪ পরগনার সোদপুরে এক বহুতল আবাসন থেকে দুই বোনের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খড়দহ থানার পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সবিতা দত্ত (৬১) এবং কনিকা দত্ত (৫৭)। হরিশ্চন্দ্র দত্ত রোডের ওই ফ্ল্যাট থেকে মঙ্গলবার পচাগলা দেহ দুটি উদ্ধার হয়।
প্রতিবেশীদের দাবি, দুই বোন চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটাতেন। তাঁদের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে, দিনের পর দিন ঠিকমতো খাবারও জুটত না। এলাকায় কারও সঙ্গে মেলামেশা করতেন না তাঁরা, অনেকটা নিজেদের গুটিয়ে রাখতেন। গত কয়েকদিন তাঁদের ঘরের বাইরে দেখা যায়নি। এদিন ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, ঘরের ভেতর নিথর অবস্থায় পড়ে রয়েছেন দুই বোন।
প্রাথমিক তদন্তে দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। এটি আত্মহত্যা, অনাহারে মৃত্যু নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনাটি ফের একবার পার্ক স্ট্রিটের সেই ভয়ংকর ‘রবিনসন স্ট্রিট’ কাণ্ডের স্মৃতি উসকে দিয়েছে, যেখানে মৃতদেহের সঙ্গে দীর্ঘ সময় বাস করার মতো ঘটনা ঘটেছিল। সোদপুরের এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।