ভারতের জলে বাংলার জয়জয়কার! টানা পাঁচবার জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ।

ভারতীয় ফিনসুইমিংয়ের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় লিখল পশ্চিমবঙ্গ। কর্নাটকের ইয়েমমেকেরার ইন্টারন্যাশনাল সুইমিং পুলে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপে সব রাজ্যকে পিছনে ফেলে টানা পঞ্চমবারের জন্য ‘ওভারঅল চ্যাম্পিয়ন’ খেতাব জিতল বাংলা। এই জয়ের মাধ্যমে জাতীয় মঞ্চে নিজেদের একাধিপত্য বজায় রেখে এক অনন্য নজির গড়ল রাজ্যের সাঁতারুরা।
এবারের প্রতিযোগিতায় বাংলার প্রতিযোগীরা শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। মোট ১৬৫টি পদক জিতে পদক তালিকার শীর্ষে শেষ করেছে তারা, যার মধ্যে রয়েছে ৬১টি সোনা, ৫৯টি রুপো এবং ৪৫টি ব্রোঞ্জ। মোট ৫৬৮ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। দ্বিতীয় স্থানে থাকা আয়োজক দেশ কর্নাটক পেয়েছে ২৪৮ পয়েন্ট এবং উত্তরপ্রদেশ ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।
ব্যক্তিগত সাফল্যেও উজ্জ্বল বাংলার মুখগুলি। জুনিয়র ‘C’ বিভাগে রণিত দাস ও সম্প্রীতি কুণ্ডু প্রত্যেকে ৪টি করে সোনা জিতে সেরা পারফর্মার হয়েছেন। সিনিয়ার বিভাগে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন আহেলি সাহা এবং মাস্টার্স ক্যাটাগরিতে বাজিমাত করেছেন ঋতু বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সৃঞ্জয় নাথ ও অংশুমান নাগের দাপুটে পারফরম্যান্স বাংলাকে বড় ব্যবধানে এগিয়ে দেয়। সারফেস থেকে অ্যাপনিয়া—প্রতিটি ইভেন্টে বাংলার এই দাপট প্রমাণ করে দিল যে, ফিনসুইমিংয়ে পশ্চিমবঙ্গই ভারতের অবিসংবাদিত শক্তিকেন্দ্র।