কলকাতার রাস্তায় ইতিহাসের পাতায় গুলবীর-সীমা! একের পর এক রেকর্ড ভেঙে চুরমার টাটা স্টিল ২৫কে-তে

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার দশম সংস্করণে ইতিহাস তৈরি হলো তিলোত্তমার রাজপথে। একদিকে অলিম্পিক সোনাজয়ী জশুয়া চেপ্তেগেই-এর শ্রেষ্ঠত্ব, অন্যদিকে ভারতের গুলবীর সিং এবং সীমার অবিশ্বাস্য রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স—সব মিলিয়ে রবিবাসরীয় সকালে এক নতুন উচ্চতায় পৌঁছাল এই দৌড় প্রতিযোগিতা।
আন্তর্জাতিক এলিট পুরুষ বিভাগে উগান্ডার কিংবদন্তি জশুয়া চেপ্তেগেই ১:১১:৪৯ সময়ে দৌড় শেষ করে প্রথম শিরোপাটি জিতে নেন। যদিও ২০২৩-এর কোর্স রেকর্ড ভাঙতে পারেননি তিনি, তবে ২১ কিমির পর তাঁর গতির কাছে হার মানেন বাকিরা। অন্যদিকে, এলিট মহিলা বিভাগে ইথিওপিয়ার দেগিতু আজিমেরা ১:১৯:৩৬ সময়ে ফিনিশিং লাইন ছুঁয়ে বাজিমাত করেন। ইথিওপিয়ার প্রমীলা বাহিনী এদিন শীর্ষ তিনটি স্থানই দখল করে নেয়।
তবে কলকাতার মানুষের আসল গর্ব হয়ে উঠলেন ভারতীয় এলিট বিভাগের দুই অ্যাথলিট। গুলবীর সিং নিজেরই গড়া গত বছরের রেকর্ড দুই মিনিটেরও বেশি ব্যবধানে ভেঙে ১:১২:০৬ সময়ে এক নতুন নজির গড়েন। এশীয় দূরপাল্লার দৌড়ে ডাবল সোনাজয়ী গুলবীর সাফ জানান, এটি কেবল শুরু। চমক দিয়েছেন মহিলা বিভাগেও সীমা। ২০১৭ সালে সুরিয়া এল-এর গড়া আট বছরের পুরনো রেকর্ড ভেঙে ১:২৬:০৪ সময়ে দৌড় শেষ করেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সঞ্জীবনী যাদব তাঁর চেয়ে প্রায় চার মিনিট পিছিয়ে ছিলেন। কলকাতার এই সাফল্য আসন্ন এশীয় এবং কমনওয়েলথ গেমসের প্রস্তুতিতে ভারতীয় দৌড়বিদদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।