“২ লক্ষ টাকা দেবে সরকার”-এই স্টার্ট-আপে প্রতি মাসে ২০ হাজার টাকা হবে উপার্জন

বর্তমান সময়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন? বড় বিনিয়োগের সামর্থ্য নেই? সাধারণ মানুষের সাশ্রয়ী চিকিৎসার লক্ষ্যে দেশজুড়ে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র (PMBJK) খোলার মহতী উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই ১৫ হাজারেরও বেশি কেন্দ্র সফলভাবে চলছে। এবার আপনার পালা! এক নজরে দেখে নিন কীভাবে শুরু করবেন এই লাভজনক ব্যবসা।
কেন খুলবেন জন ঔষধি কেন্দ্র?
এই ব্যবসায় লোকসানের ঝুঁকি কার্যত শূন্য। কারণ এখানে জেনেরিক ওষুধের ওপর সরকার দিচ্ছে বিপুল ছাড় এবং উদ্যোক্তাদের জন্য থাকছে সরাসরি আয়ের পথ।
-
সরাসরি ২০% লাভ: ওষুধের দামের (MRP) ওপর সরাসরি ২০ শতাংশ মার্জিন পাবেন মালিক। অর্থাৎ ১০০ টাকার ওষুধ বিক্রি করলে ২০ টাকাই আপনার পকেটে।
-
লক্ষাধিক টাকার ইনসেনটিভ: ওষুধ কেনাকাটার ওপর প্রতি মাসে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত প্রণোদনা দেয় সরকার। এছাড়া বিশেষ শ্রেণির উদ্যোক্তাদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত এককালীন পরিকাঠামো অনুদানও পাওয়া যায়।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত
১. শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর D. Pharma বা B. Pharma ডিগ্রি থাকতে হবে। আপনার যদি ডিগ্রি না থাকে, তবে একজন যোগ্য ফার্মাসিস্টকে নিয়োগ করেও আপনি কেন্দ্র খুলতে পারেন। ২. জায়গার মাপ: নিজস্ব বা ভাড়ায় নেওয়া অন্তত ১২০ বর্গফুট জায়গা থাকতে হবে। ৩. অগ্রাধিকার: মহিলা উদ্যোক্তা, দিব্যাঙ্গ, তফশিলি জাতি/উপজাতি এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও অগ্রাধিকার দেওয়া হয়।
অনলাইনে আবেদনের সহজ ধাপ:
বাড়িতে বসেই আপনি জন ঔষধি কেন্দ্রের জন্য আবেদন করতে পারেন:
-
প্রথমে janaushadhi.gov.in ওয়েবসাইটে যান।
-
মেনু থেকে “Apply For Kendra” অপশনে ক্লিক করুন।
-
এরপর “Register Now” বাটনে ক্লিক করে নিজের নাম ও তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
-
নিজের রাজ্য ও প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
সরকারের মূল লক্ষ্য
দামি ব্র্যান্ডেড ওষুধের বদলে সাধারণ মানুষের কাছে সস্তা এবং গুণমানসম্পন্ন জেনেরিক ওষুধ পৌঁছে দেওয়াই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এতে যেমন সাধারণ মানুষের পকেটের টান কমবে, তেমনই কয়েক হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে।