ক্রিকেট বিশ্ব অবাক! ১ ওভারে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার পেসার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা আগে কখনও দেখেনি বিশ্ব। এক ওভারে পাঁচ-পাঁচটি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার ডানহাতি পেসার গেদে প্রিয়ান্দানা। পুরুষ ও মহিলা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম বোলার, যিনি এক ওভারে ৫ শিকারের এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করলেন।

কম্বোডিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইতিহাস গড়লেন ২৮ বছর বয়সী এই পেসার। জয়ের জন্য কম্বোডিয়ার যখন ৫ উইকেট বাকি, তখনই বল হাতে ম্যাজিক দেখান প্রিয়ান্দানা। ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক করার পর পঞ্চম ও ষষ্ঠ বলে আরও দু’টি উইকেট তুলে নেন তিনি। মাঝে একটি বল ডট হলেও একটি রান আসে শুধু ওয়াইডের মাধ্যমে। প্রিয়ান্দানার এই ঝড়ে ১০৬-৫ থেকে ১০৭ রানেই অলআউট হয়ে যায় কম্বোডিয়া। এর আগে লাসিথ মালিঙ্গা, রশিদ খান বা কার্টিস ক্যাম্পফাররা এক ওভারে ৪ উইকেট নিলেও আন্তর্জাতিক মঞ্চে ৫ উইকেটের রেকর্ডটি ছিল অস্পৃশ্য, যা এবার নিজের নামে করলেন এই ইন্দোনেশীয় তারকা।