‘ওদের আমি খাইয়েছি, আজ ওরাই খুনি!’ দীপু দাস হত্যায় মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে উঠলেন হাসিনা

বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে ও জ্যান্ত পুড়িয়ে মারার নারকীয় ঘটনায় তোলপাড় আন্তর্জাতিক মহল। এই নৃশংসতা নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে এবার অডিও বার্তায় মুখ খুললেন অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীপু দাসের বিরুদ্ধে ওঠা ধর্ম অবমাননার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি প্রশ্ন তোলেন, “এই বর্বর মানুষগুলো কোথা থেকে এল? এরা কি সেই মানুষ, যাদের আমি খাইয়েছি, পড়িয়েছি?” তিনি স্পষ্ট জানান, যতদিন বেঁচে আছেন এই খুনের বিচার তিনি চেয়ে যাবেন।
দীপু দাসের হত্যার আঁচ পৌঁছেছে দিল্লিতেও, যেখানে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান সনাতনীরা। এদিকে বাংলাদেশে রাজনৈতিক হিংসার গ্রাফও ঊর্ধ্বমুখী। নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হয়ে যুবনেতা ওসমান হাদির মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার খুলনায় ন্যাশনাল সিটিজেন পার্টির প্রধান মোতালেব শিকদারকে লক্ষ্য করে মাথায় গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে একের পর এক হামলা ও সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ইউনূস প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন খাড়া হয়েছে।