বড়সড় দুর্ঘটনা মেসির পরিবারে, ভারত থেকে ফিরেই পেলেন খারাপ খবর

২০২৫-এর শুরুতেই খুশির খবর আসার কথা ছিল মেসি পরিবারে। কিন্তু মুহূর্তের এক দুর্ঘটনায় সব আনন্দ বিষাদে পরিণত হলো। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি (৩২)। এই মর্মান্তিক ঘটনার জেরে স্থগিত করে দেওয়া হয়েছে তাঁর আগামী ৩ জানুয়ারির বিয়ে।

শারীরিক অবস্থা: কতটা গুরুতর চোট?

আর্জেন্তাইন সংবাদমাধ্যম সূত্রের খবর, মারিয়ার আঘাত অত্যন্ত গভীর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

  • পরীক্ষায় যা ধরা পড়েছে: মেরুদণ্ডে মারাত্মক চোটের পাশাপাশি গোড়ালি ও কব্জিতে হাড় ভাঙা (Fracture) ধরা পড়েছে।

  • অন্যান্য আঘাত: শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

  • মায়ের বক্তব্য: মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি জানিয়েছেন, মারিয়া আপাতত বিপন্মুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ রিহ্যাব বা পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন।

“দগ্ধ হওয়ার ক্ষত আর মেরুদণ্ডের চোট সারতে সময় লাগবে। তাই ৩ জানুয়ারির বিয়ের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছি আমরা।” — অ্যাঞ্জেল দে ব্রিতো (মেসির মায়ের সাথে কথা বলার পর)।

দুর্ঘটনার নেপথ্যে কী?

মায়ামিতে গাড়ি চালানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিতোর দাবি, গাড়ি চালানোর সময় আচমকাই অজ্ঞান (Fainted) হয়ে পড়েছিলেন মারিয়া। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা একটি দেওয়ালে ধাক্কা মারে। যদিও বেশ কিছু সংবাদমাধ্যম একে পিক-আপ ট্রাক বা মোটরবাইক দুর্ঘটনা বলে দাবি করছে, তবে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি।

স্থগিত হলো রাজকীয় বিয়ে

আগামী ৩ জানুয়ারি আর্জেন্তিনার রোজারিওতে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল মারিয়ার। পাত্র জুলিয়ান আরেয়ানো, যিনি ইন্টার মায়ামি সিএফ-এর অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফ। এই বিয়েতে মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা সহ গোটা ফুটবল বিশ্বের নজর থাকার কথা ছিল। কিন্তু বোনের অসুস্থতার কারণে আপাতত সব উৎসব বন্ধ।