দিনের আলোয় ঘুটঘুটে অন্ধকার! বড়জোড়ার রাজ্য সড়কে আগুনের ধোঁয়ায় প্রাণ হাতে সফর চালকদের

বাঁকুড়ার বড়জোড়ার চূনাপাড়া এলাকায় রাজ্য সড়কের এক ভয়াবহ ছবি ধরা পড়ল। কোনো গর্ত বা খানাখন্দ নয়, বরং এক কৃত্রিম ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। মঙ্গলবার সকালে রাস্তার ধারের ঝোপঝাড় ও জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দেওয়ায় প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা পথ। বাঁকুড়া–দুর্গাপুরের মতো অত্যন্ত ব্যস্ত এই রাস্তায় দৃশ্যমানতা তলানিতে ঠেকায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারী যানবাহন থেকে শুরু করে প্রচুর ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস এই পথ দিয়ে যাতায়াত করে। ধোঁয়ার দাপটে চালকদের বুক ধড়ফড়ানি শুরু হওয়ার জোগাড়। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা সভাপতি জয়দেব চন্দ্র উদ্বেগের সঙ্গে জানান, বড়জোড়ার মতো শিল্পাঞ্চল এলাকায় শীতকালে এমনিতেই দূষণ ও শ্বাসকষ্টের সমস্যা বেশি। তার ওপর ইচ্ছাকৃতভাবে এভাবে আগুন জ্বালানো জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া শুধু পরিবেশ নয়, পথনিরাপত্তার জন্যও বড় হুমকি। শীতকালে পাতা ঝরার মরশুমে জঙ্গলে আগুন লাগার এই প্রবণতা রুখতে বন দফতর ও প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।