সিসিটিভি ও ‘গেট প্যাটার্ন’ ম্যাজিক! ৯ মাসে সাজা, সামসেরগঞ্জ হত্যাকাণ্ডে নজিরবিহীন জয় তদন্তকারীদের

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে বাবা-ছেলেকে নৃশংস খুনের ঘটনায় ১৩ জন দোষীকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর আদালত। গত ১২ এপ্রিল জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছিল। এই মামলার তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সাহায্যে যেভাবে অপরাধীদের ধরা হয়েছে, তা রাজ্য পুলিশের ইতিহাসে এক বড় সাফল্য। দক্ষিণবঙ্গের এডিজি (আইনশৃঙ্খলা) সুপ্রতীম সরকার জানান, ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(২) ধারায় (গণপিটুনি) এটি দেশের মধ্যে দ্বিতীয় ‘কনভিকশন’।
তদন্তে কোনো রাজনৈতিক রঙ নয়, বরং ব্যক্তিগত শত্রুতার প্রমাণ পেয়েছে পুলিশ। সিআইডি-র বিশেষ দল (SIT) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের হাঁটার ভঙ্গি বা ‘গেট প্যাটার্ন’ (Gait Pattern) পরীক্ষা করে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে ধৃতদের হাঁটার গতির সঙ্গে অপরাধস্থলের ফুটেজ হুবহু মিলে যাওয়ায় আদালতে অপরাধ প্রমাণ সহজ হয়। মাত্র ৫৬ দিনের মাথায় ৯৮৩ পাতার চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। এডিজি আরও জানান, ওয়াকফ আন্দোলনের নামে যারা বাইরে থেকে এসে গণ্ডগোল পাকিয়েছিল, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।