শোভন কেন ‘দুষ্টু’? বৈশাখীর সামনেই আসল রহস্য ফাঁস করলেন প্রাক্তন মেয়র!

মধ্যবয়সে এসে প্রেমে পড়া এবং সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে একসাথে ঘর বাঁধা— শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রসায়ন সবসময়ই চর্চার তুঙ্গে। প্রাক্তন স্বামীর সংসারে লাঞ্ছনা আর তিক্ততা ভুলে শোভনের আশ্রয়ে নতুন জীবন খুঁজে পেয়েছেন বৈশাখী। কিন্তু এই প্রেমকাহিনির সবথেকে মিষ্টি দিক হলো শোভন ও বৈশাখীর কন্যা মহুলের সম্পর্ক। সম্প্রতি জানা গেল, কেন শোভনকে ভালোবেসে ‘দুষ্টু’ বলে ডাকেন বৈশাখী ও তাঁর কন্যা।
একটি সাক্ষাৎকারে বৈশাখী জানান, মহুলকে পড়াতে গিয়ে তিনি যখন হিমশিম খান, তখন শোভনই অবলীলায় ছড়া কেটে মহুলকে পড়া মুখস্থ করিয়ে দেন। যা দেখে অবাক হয়েছিলেন বৈশাখীও। নিজের শৈশবের কথা মনে করে শোভন রসিকতা করে বলেন, “আমি ছোটবেলায় ‘দুষ্টু টু দি পাওয়ার ইনফিনিটি’ ছিলাম। সেই দুষ্টুমির গল্প করতে করতেই মহুলের কাছে আমার নাম হয়ে গেছে দুষ্টু।” এমনকি মহুল ও শোভন একে অপরকে ‘দুষ্টু’ বলেই ডাকেন। বৈশাখীর মতে, শোভনের অকৃত্রিম ভালোবাসা আর পিতৃস্নেহ নিমেষেই আপন করে নিয়েছে তাঁর সন্তানকে, যা তাঁদের এই অকাল বসন্তের সংসারকে আরও পূর্ণতা দিয়েছে।