জাতীয় সড়কে রক্তস্নাত রয়্যাল বেঙ্গল! বেপরোয়া গাড়ির ধাক্কায় নিথর পূর্ণবয়স্ক বাঘ

অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলায় ৫৬৫ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল একটি পূর্ণবয়স্ক বাঘ। মঙ্গলবার ভোরে সিরিগিরিপাডু গ্রামের উপকণ্ঠে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি সজোরে ধাক্কা দেয় প্রাণীটিকে। যন্ত্রণায় কিছুক্ষণ রাস্তায় ছটফট করার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় বাঘটির। ভয়ে প্রথমে কেউ কাছে না গেলেও, পরে স্থানীয়দের খবরে বনকর্মীরা এসে দেহটি উদ্ধার করেন।

বন দফতর জানিয়েছে, মৃত বাঘটি বিজয়পুরী দক্ষিণ বন রেঞ্জের বাসিন্দা ছিল। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। তবে ঘাতক গাড়িটি ঘটনার পরই চম্পট দিয়েছে, যার খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশবাদীদের প্রশ্ন, ব্যাঘ্র করিডোর এলাকা হওয়া সত্ত্বেও কেন জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা বা সতর্কবার্তা ছিল না? বন্যপ্রাণী রক্ষায় অবিলম্বে স্পিড ব্রেকার ও আধুনিক আলোর ব্যবস্থার দাবি জানিয়েছেন বাসিন্দারা।