ত্রিপুরা সীমান্তে হাড়হিম করা কাণ্ড! জওয়ানের শরীরে বিঁধল ২টো বুলেট, আশঙ্কাজনক অবস্থা

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বড়সড় নাশকতার ছায়া। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিতে গুরুতর জখম হলেন বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান বিপিন কুমার (৩৫)। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

বিএসএফ সূত্রে খবর, রুটিন ডিউটি করার সময় আচমকাই বিপিন কুমার গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। প্রথমে ধর্মনগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁর শরীরে দুটি গুলির ক্ষত রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এই হামলার উৎস নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গুলি কি সীমান্তের ওপার থেকে এসেছে নাকি অনুপ্রবেশকারীদের হামলা— তা খতিয়ে দেখছে বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার পর মহেষপুর সীমান্তে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা ঘিরে চলছে চিরুনি তল্লাশি। বিএসএফ-এর তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া হলেও বিষয়টি নিয়ে দিল্লিতে সদর দপ্তরে রিপোর্ট পাঠানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।