মাত্র ৮ মাসেই বিচার শেষ! সামশেরগঞ্জ খুনের মামলায় ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর আদালত।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩ জন অভিযুক্তকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার বিকেলে বিচারক অমিতাভ মুখার্জি এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে হযরত শেখ, দিলদার নদাব, আসমাউল নদাব সহ মোট ১৩ জন।

চলতি বছরের ১২ এপ্রিল ওয়াকফ বিল সংশোধনীর প্রতিবাদের নামে উত্তাল হয়ে উঠেছিল জাফরাবাদ। সেই সময় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে বাড়ি থেকে টেনে বের করে রাস্তার ওপর কুপিয়ে খুন করা হয়। রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) ঘটনার তদন্তে নেমে ৯৮৩ পাতার চার্জশিট জমা দেয়। মাত্র ৩৮ জন সাক্ষীর বয়ান এবং দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বছরের শেষেই এই বড় রায় এল।

মঙ্গলবার দুপুর ২টো থেকে চলে দীর্ঘ শুনানি। বিকেল ৫টা নাগাদ সাজা ঘোষণার সাথে সাথেই আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন দোষীদের পরিজনরা। অন্যদিকে, দ্রুত বিচার ও দোষীদের কঠোর সাজা মেলায় স্বস্তি প্রকাশ করেছেন নিহত চন্দন ও হরগোবিন্দ দাসের পরিবার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন আদালত চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছিল পুলিশ।