নির্বাচনের আগেই বিচার চাই! ওসমান হাদি খুনে ফুঁসছে ইনকিলাব মঞ্চ, শাহবাগে ‘শহীদি শপথ’

ঢাকার শাহবাগে আজ মঙ্গলবার উত্তাল প্রতিবাদ গড়ে তুলেছে ইনকিলাব মঞ্চ। জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রাণপুরুষ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে এই সমাবেশ আয়োজিত হয়। এর আগে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল সংগঠনটি।

সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, আজ বিকেল ৩টায় শাহবাগে ‘শহীদি শপথ’ অনুষ্ঠানের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের সাফ কথা—১৩তম জাতীয় নির্বাচনের আগেই হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। জাবের কড়া ভাষায় বলেন, “বিচার না করে নির্বাচনের দিকে পা বাড়ানো যাবে না। হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

আইন উপদেষ্টা আসিফ নজরুল আশ্বস্ত করেছেন যে, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। ২০০২ সালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করতে বদ্ধপরিকর সরকার। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ধরতে অভিযান চলছে। যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে হাদিকে গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ঢাকা-৮ আসনের এই সম্ভাব্য প্রার্থীর মৃত্যুতে ২০ ডিসেম্বর জাতীয় শোক দিবস পালন করেছে সরকার।