ঘরে ঘরে পৌঁছাবে সরকারি রক্ষাকবচ! বাঁকুড়ায় ‘ডাক বিমা মেলা’য় বড় ঘোষণা পোস্ট মাস্টার জেনারেলের

প্রান্তিক ও গ্রামীণ এলাকার প্রতিটি মানুষকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে কোমর বেঁধে নামল ডাক বিভাগ। আজ বাঁকুড়া প্রধান ডাকঘরে আয়োজিত হল এক বিশেষ ‘ডাক বিমা যোজনা বিমা মেলা’। দক্ষিণবঙ্গ বিভাগের পোস্ট মাস্টার জেনারেল ঋজু গাঙ্গুলির উপস্থিতিতে এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারের বিমা প্রকল্পগুলির সুবিধা বুঝিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে ঋজু গাঙ্গুলি জানান, ডাক বিভাগের প্রধান লক্ষ্য হল দেশের প্রতিটি পরিবারকে অন্তত একটি বিমা যোজনার অন্তর্ভুক্ত করা। সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয় যাতে সুরক্ষিত থাকে এবং বিপদের সময় পরিবারগুলি আর্থিক সাহায্য পায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। তিনি স্পষ্ট করেন যে, প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিমা পরিষেবা পৌঁছে দিতে ডাক বিভাগের কর্মীরা নিরলস কাজ করে চলেছেন। এদিন বিমা যোজনায় অসামান্য সাফল্যের জন্য সংশ্লিষ্ট কর্মীদের হাতে পুরস্কার তুলে দিয়ে উৎসাহিত করেন পদস্থ কর্তারা।