দুই স্ত্রী, বিদেশি প্রেম ও রহস্যময়ী বান্ধবীরা! নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত জীবন যেন টানটান থ্রিলার!

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার ‘ভাঙা’ দেশের হাল ধরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর প্রশাসনিক সংস্কারের কথা সবার জানা থাকলেও, ৮৪ বছর বয়সী এই অর্থনীতিবিদের ব্যক্তিগত জীবন ও তাঁর চারপাশের ‘নারী শক্তি’ নিয়ে এখন তুঙ্গে আলোচনা। বিশেষ করে তাঁর উপদেষ্টা সভার কয়েক জন সদস্যের সঙ্গে তাঁর বিশেষ ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মহলে।
ইউনূসের উপদেষ্টা পরিষদে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন নুরজাহান বেগম। গুঞ্জন রয়েছে যে ১৯৭৬ সাল থেকে গ্রামীণ ব্যাংকের সহকর্মী নুরজাহানের সঙ্গে ইউনূসের সম্পর্ক অত্যন্ত গভীর। একইভাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং টেকসই উন্নয়ন বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদকেও ইউনূসের অত্যন্ত ‘ঘনিষ্ঠ বান্ধবী’ হিসেবে তকমা দিচ্ছেন সমালোচকরা। গুরুত্বপূর্ণ পদে তাঁদের নিয়োগের পিছনে এই ঘনিষ্ঠতাই কাজ করেছে কি না, তা নিয়ে চলছে কাটাছেঁড়া।
তবে ইউনূসের বৈবাহিক জীবনও কম চমকপ্রদ নয়। ১৯৬৭ সালে আমেরিকায় থাকাকালীন রাশিয়ান তরুণী ভেরা ফোরেস্তেনকোর প্রেমে পড়েন তিনি। ১৯৭০-এ বিয়ে এবং ৭২-এ স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফেরা। কিন্তু ১৯৭৭ সালে কন্যা মনিকার জন্মের পরই তিক্ততা বাড়ে এবং তিন মাসের সন্তানকে নিয়ে আমেরিকায় চলে যান ভেরা। এরপর ইউনূস দ্বিতীয়বার বিয়ে করেন পশ্চিমবঙ্গের বর্ধমানের মেয়ে আফরোজি বিবিকে। পদার্থবিজ্ঞানের গবেষক আফরোজির সঙ্গে ম্যাঞ্চেস্টারে থাকাকালীন প্রেম এবং পরে বিয়ে। তাঁদের কন্যা ডিনা এখন আমেরিকায় প্রবাসী। বর্তমানে দুই স্ত্রীর কারও সঙ্গেই ড. ইউনূসের বর্তমান সম্পর্কের রসায়নটি অনেকটা ‘ধোঁয়াশায়’ ঘেরা হলেও, বর্ধমানের মেয়েটির সঙ্গে তাঁর সংযোগ এক সময় ওপার বাংলায় ব্যাপক চর্চার বিষয় ছিল।